ঢাকা ও আশেপাশের জেলা গুলো তে ৫ম দিনের মতো লকডাউন চলছে।এসব জেলাগুলো থেকে ছোট ছোট যানবাহন আসছে ঢাকার প্রবেশ মুখে তবে দুরপারলার যানবাহন ঢাকার ভিতরে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছেনা।এই কঠোর লকডাউনে ও মানুষের চলাচল বন্ধ নেই।গতকাল শুক্রবার ছুটির দিনে পায়ে হেটে ঢাকার ভিতরে প্রবেশ করছে অনেকেই,তবে শাস্থবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে উদাসীনতা।
বিস্তারিত
ঢাকায় করোনার সংক্রামণ ছড়ানো নিয়ন্ত্রনে রাজধানীর প্রবেশ মুখ গুলোতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।ঢাকার ভিতরে ধুকতে বা বের হতে দেওয়া হচ্ছেনা কোন গনপরিবহন।এত লকডাউন এরপর ও মানুষের আসাযাওয়া ঠেকানো যাচ্ছেনা।কোন ভাবে প্রবেশ দ্বার পার হলেই মিলছে বাস,মাইক্রোবাস,অটো সহ বিভিন্ন যানবাহন।এই পন্থা অবলম্বন করে অনায়াসে গন্তব্যে পৌছতে পারছেন যাত্রীরা।অনেকেই পায়ে হেটে ঢাকার ভিতরে ঢুকছে আবার অনেকেই ইজিবাইক সহ মোটরসাইকেলে ও আসছে।
ঢাকা থেকে মানুষ যেরকম বের হচ্ছে অপর দিকে ঢাকার ভিতরে মানুষের ঢুকার চাপ ও অনেক গুন বেড়ে গেছে।ঢাকায় আসা যাওয়ায় যে পদ্ধতি ব্যাবহার করছে সাধারন মানুষ তাতে শাস্থবিধির কোন বালায় নেই।এমন পরিস্থিতি চলতে থাকলে রাজধানি ঢাকায় করোনা সংক্রামণ নিয়ন্ত্রনে রাখা নিয়ে উদবিগ্ন সচেতন মহল।
নিউজ সোর্স মাইটিভি
লকডাউনে গাজিপুরের অবস্থা,বিস্তারিত
Pingback: অফিস খোলা রেলজে পরিবহন বন্ধ, চরম ভোগান্তিতে সাধারন মানুষ!