
কারখানা খোলা রেখে কঠোর লকডাউন।এ যেনো জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো,এমন টাই দাবি করছে সাধারন পোশাক-শিল্প কারখানার শ্রমিক রা।আগামি সোমবার থেকে সারাদেশে লক-ডাউন এর ঘোষনা করা হলে ও পরবর্তীতে তা পরিবর্তন করে বৃহস্পতিবার ঘোষনা করা হয়।গতবার লকডাউনে সবকিছু বন্ধ থাকলে ও গার্মেন্টস বন্ধ থাকেনি।এবার এর লকডাউনে ও গতবারের মতো পদক্ষেপ নিলো সরকার সহ পোশাক শিল্প মালিক রা।এ কারনে মূলত শ্রমিকদের ক্ষোভ এবং দুঃখ।
লকডাউন
এই কঠোর লকডাউন এ জরুরী সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার অফিস আদালত ব্যাংক সহ সবকিছু বন্ধ থাকবে।কিন্তু পোশাক শিল্প কারখানা বন্ধ থাকছেনা।এ নিয়ে সাধারন শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে নানা রকম হতাশা এবং অভিমান।অনেকেই ফেসবুকে নানা ধরনের স্টাটাস দিচ্ছে অনেকেই বলছে পোশাক শিল্প সরকারের কাছে খুব ই মুল্যবান শুধু অবহেলিত পোশাক শিল্প কারখানার শ্রমিকরা।কেউ কেউ আবার মজার ছলে নিজের দুঃখ কে প্রকাশ করার জন্যে বলছে “আমরা পোশাক শিল্প কারখানার শ্রমিকরা করনার চেয়ে ও শক্তিশালী”
এই কঠোর লকডাউনে সবকিছু বন্ধ থাকবে সেটা ঠিক আছে কিন্তু যারা অনেক দূর থেকে ফ্যাক্টরি তে কাজের জন্যে আসে তাদের অবস্থা কি হবে এমন কথা ও শোনা যাচ্ছে।আবার অনেকেই দাবি করছে ডিউটি টাইম কমিয়ে আনা হোক যাতে করে তারা একটু ভালভাবে জীবন-যাপন করতে পারে।এক পোশাক শিল্প কারখানার শ্রমিকের সাথে কথা হলো আমাদের সে বললো “ভাই আমরা সরকারের কাছে খুব ই অবহেলিত ২ বার লক-ডাউন দিলো কিন্তু আমাদের ছুটি দিলোনা এছাড়া ও এটার জইন্যে কোন ভাতা ও দিলোনা(নারায়ঙ্গঞ্জ থেকে)”
লক-ডাউনের বিস্তারিত খবর জেনে নিন
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক গ্রুপে Md Rana নামের একজন ভাই লিখেছেন
“গার্মেন্টস শ্রমিক রা মানুষ না??ওরা এক একটা মানুষ এক একটা মেশিন?যদি তাই না হতো তাহলে বাংলাদেশের ৭০% অর্থ যোগান দাতা শ্রমিক দের উপর এতো অবহেলা, অন্যায় অত্যাচার মালিক পক্ষ বা সরকার ও তার প্রশাসন করতে পারতো না।পোস্ট এর লিঙ্ক
Pingback: করোনা ভাইরাস এর ভয়াবহ দাপট থামছেই না Covid 19 In bangladesh 2021 - Gazipur Time