সবচেয়ে দ্রুত গতির ম্যাগলেভ ট্রেন উদ্ভোধন করলো চীন।দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যমে বলা হয় ঘন্টায় সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতিতে চলতে পারবে ট্রেনটি।
শাংডম প্রদেশের উপকূলীয় শহর কুইংডাও এ মঙ্গলবারে চালু করা হয় এই দ্রুত গতির ট্রেনটি।বিশ্বের মধ্যে ভূমিতে চলাচল করা যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি গতির ট্রেনটি হবেই এই ম্যাগলেভ ট্রেন।এতে ব্যাবহার করা হয়েছে ইলেক্ট্রো ম্যাগনেটিক শক্তি।
২০১৬ সালে মেগা ম্যাগলেভ ট্রেন প্রকল্প শুরু করে চীন।সবচেয়ে বেশি গতিতে ট্রেনটি চললে বেইজিং থেকে সাংহাই যেতে সময় লাগবে ১৫০ মিনিট।
আরো পড়তে পারেন
জাপান সম্পর্কে অজানা তথ্য যা জানলে আপনি অবাক হবেন।